Khoborerchokh logo

পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৬ কেজি গাজাসহ গ্রেফতার ০১ 230 0

Khoborerchokh logo

পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৬ কেজি গাজাসহ গ্রেফতার ০১

মোস্তফা মিয়া  পীরগঞ্জে-রংপুর থেকে:
আজ সোমবার সকালে  পীরগঞ্জ থানা পুলিশ পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাজমুল হক (২০), পিতা- মোঃ বাবু মিয়া, সাং- কুলার ঘাট ( ছড়ারপাড়) , থানা- লালমনিরহাট সদর, লালমনিরহাট কে প্রাইভেট কারসহ গ্রেফতার করে। পরে তার প্রাইভেট কার তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬৬ কেজি গাজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী নাজমুল হক পেশায় একজন প্রাইভেটকার চালক। তবে মানুষ পরিবহনের পাশাপাশি দ্রুত বড়লোক হওয়ার জন্য সে বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য গাজা পরিবহন শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে উক্ত গাজা লালমনিরহাটের জনৈক এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে। উক্ত মাদকের চালান টি তার পাবনায় ডেলিভারি দেয়ার কথা ছিল।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com